Election Guideline

বাংলাদেশ যুব জলবায়ু সংসদ নির্বাচন নির্দেশিকা

বাংলাদেশ যুব জলবায়ু সংসদের সকল যুব এমপিরা তাদের নিজ নিজ সংসদীয় এলাকায় ক্লাইমেট সিটিজেনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে।

মনোনয়ন বৈধ হবার প্রক্রিয়া
  • যুব সাংসদ হতে আগ্রহী প্রার্থীদের জাতীয়তায় বাংলাদেশী হতে হবে।
  • আবেদনকারীর বয়স- ১৮ (সর্বনিম্ন)/ ৩৫ (সর্বোচ্চ)।[জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র অনুসারে ]
  • শিক্ষা – মাধ্যমিক / সমমান (নূন্যতম)
    [সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে]
  • স্থানীয় বা জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করে থাকতে হবে। পূর্ববর্তী অভিজ্ঞতা বা অংশগ্রহণের উপর ভিত্তি করে অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনকারী তার অভিজ্ঞতা / নির্বাচিত হলে কি পরিবর্তন করতে চায় / কিভাবে পদক্ষেপ নিবে এই বিষয় গুলো লিখিত আকারে জমা দিবে৷
  • মনোনয়ন ফরম পূরণের সময় প্রতি যুব সাংসদ প্রার্থীকে তার সংসদীয় আসনের নূন্যতম ১২ বা তদোর্ধ ক্লাইমেট সিটিজেনদের সমর্থন বা নামের তালিকা নিশ্চিত করে সংযুক্তি করতে হবে।
মনোনয়ন বা প্রার্থীতা বাতিলের প্রক্রিয়া
  • মনোনয়নপত্র দাখিলের সময় উপরে উল্লিখিত নিয়মগুলোর ব্যতয় ঘটলে প্রার্থীতা বাতিল হবে।
  • অভিজ্ঞতা বা যোগ্যতাসহ কোন ভুল/মিথ্যা/বেআইনি তথ্য প্রদান করলে এবং তা প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।
  • কাজে/আচরণে পরিবেশ এর প্রতি সচেতনতা দেখা না গেলে,পরিবেশ বিরোধী/বিধ্বংসী কোন কাজে লিপ্ত থাকলে এবং তা প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল হবে।
  • সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীকে অবমাননাকর বক্তব্য প্রদান করে হেয় প্রতিপন্ন করলে/হয়রানি করলে/শারীরিকভাবে হামলা করলে এবং তা প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।
  • অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ক্লাইমেট সিটিজেনদের সাথে কোনরকম আর্থিক লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।টাকা দিয়ে ক্লাইমেট সিটিজেনদের সমর্থনপ্রাপ্তি নিশ্চিত করলে প্রার্থীতা বাতিল হবে।
  • ক্লাইমেট সিটিজেনদের যুব সাংসদ প্রার্থীর সংসদীয় আসনের বাসিন্দা হতে হবে। অন্য সংসদীয় আসনের ক্লাইমেট সিটিজেনরা নিজ এলাকা ব্যতীত অন্য এলাকার প্রার্থীর সমর্থন বা ভোট দিতে পারবেন না।প্রার্থীর এহেন কাজ প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল হতে পারে।
প্রার্থীতা বাতিল হলে আপিল প্রক্রিয়া
  • যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তারা ৩০০/- জরিমানা দিয়ে নমিনেশন ফর্ম সঠিক ভাবে পূরণ করবে৷
  • যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তারা কেন তাদের প্রার্থীতা বাতিল হয়েছে সেটা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ১ কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে।

(এক্ষেত্রে বিশেষ কোন কারণে প্রার্থীতা বাতিল হয়েছে তা আমাদের ভলান্টিয়ার রা জানাবে।)

প্রচারণা কৌশল
  • যুব জলবায়ু সাংসদ প্রার্থী তার সংসদীয় এলাকায় ক্লাইমেট সিটিজেনদের সাথে নিয়ে কোন পরিবেশগত উদ্যোগ গ্রহণ করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে।
  • সাংসদ প্রার্থী অনলাইনে ক্লাইমেট সিটিজেন সহ সবার কাছে ভোট প্রার্থনা করে প্রচারণা চালাতে পারবেন।
  • প্রার্থী তার সংসদীয় আসনের ক্লাইমেট সিটিজেনদের সাথে নিয়ে সবার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারে।
  • এলাকা তথা নিজ সংসদীয় আসনের জলবায়ু পরিবর্তনজনিত ও পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি প্রদান করে এবং নির্বাচিত হলে কী করবে তা উল্লেখ করে প্রার্থী এলাকায় প্রচারণা চালাতে পারবেন।
  • এলাকার সমস্যা সংক্রান্ত ভিডিও পোষ্ট করে প্রার্থী তার প্রচারণা চালাতে পারবেন।
  • যুব জলবায়ু সংসদ প্রার্থী তার এলাকার ক্লাইমেট সিটিজেনদের সাথে অনলাইনে অথবা সরাসরি মতবিনিময় করে তার প্রচারণা চালাতে পারবেন।

 

বিশেষ দ্রষ্টব্য:নির্বাচনের ২৪ ঘন্টা আগে সকল প্রার্থীর প্রচারণা বন্ধ থাকবে। সকল প্রার্থীকে এই আচরণবিধি সমূহ মেনে চলতে হবে।

Election Guideline