Climate Citizen

ক্লাইমেট সিটিজেন হওয়ার ক্রাইটেরিয়া 
  • বয়স: আবেদনকারীকে ১৮ বছর বয়সী বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • পরিবেশ ও জলবায়ু সচেতনতা এবং অবদান: আবেদনকারীকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতন এবং আগ্রহী হতে হবে। স্থানীয় বা জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করে থাকতে হবে। পূর্ববর্তী অভিজ্ঞতা বা অংশগ্রহণের উপর ভিত্তি করে অগ্রাধিকার দেওয়া হবে।
  • সক্রিয় অংশগ্রহণ ও সাহায্যের মনোভাব : ক্লাইমেট সিটিজেনদের নিয়মিত BYCP র সভায় অংশগ্রহণ করতে হবে এবং BYCP র কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। তার এলাকার BYCP youth MP দের কাজে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে কাজ করার এবং যৌথ উদ্যোগে অংশ নেওয়ার ইচ্ছা থাকতে হবে।
  • জলবায়ু প্রকল্প ও ক্যাম্পেইন : বিভিন্ন ক্লাইমেট প্রজেক্ট, ক্যাম্পেইন এবং কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হতে হবে।
  • নৈতিকতা ও মূল্যবোধ: আবেদনকারীকে নৈতিকতা ও মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে সৎ, দায়িত্বশীল ও সমাজসেবী হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।
Be a Part of Climate Citizen Network